ঢাকাThursday , 1 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলবের সন্তান পিপি রকিব নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী

Link Copied!

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর৷ এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব৷ তিনি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন৷ আওয়ামী লীগের মনোনয়ন তিনি পাবেন বলেই প্রত্যাশা করেন৷

অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যানের জন্য একমাত্র আমার আবেদন পূর্ব থেকেই মাননীয় প্রধীনমন্ত্রীর নিকট জমা আছে৷ আশা করি আমিই মনোনয়ন পাবো৷’

তিনি বলেন, আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন৷ তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করেন৷

অ্যাডভোকেট রকিব বলেন, ‘কেননা আওয়ামী লীগের দুর্দিনে ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অধিকাংশ উল্লেখযোগ্য বড় বড় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মামলা আমি পরিচালনা করেছি৷ সেই কাগজপত্রও আবেদনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি৷ ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকাতে আওয়ামী লীগের সকল মিটিং এ আমি অংশগ্রহণ করেছি৷ এবং পল্টন ও স্টেডিয়াম ময়দানে সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়েছি৷’

তিনি বলেন, ‘যারা বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান তারা ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকায় আওয়ামী লীগের কোন মিটিং-মিছিলে যান নাই৷ আমি ছাত্রজীবন এ সক্রিয়ভাবে ছাত্রলীগের কর্মী ছিলাম৷ ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে কারাবরণও করেছি৷’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।