শহিদুল ইসলাম খোকন মতলব উত্তর
মতলব উত্তর উপজেলায় এক মহিলার বয়স্কভাতার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মনির হোসেনের স্ত্রী জাহানারার বেগমের নামে একটি বয়স্কভাতার কার্ড করে দেয় স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম। জাহানারারা বেগমের নগদ নাম্বার ০১৯১৭৯৫৮৩২। সেই সূত্রে এই নাম্বারে টাকা আসার কথা ছিল। কিন্তু এই নাম্বারে টাকা না আসায় জাহানারা মেম্বারকে জানায়। পরে মেম্বার সফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে তথ্য নেয়। তথ্যমতে এই টাকা চলে ভুলবশত চলে যায় এই ০১৮২৫৩৮৯৩৮৪ নাম্বারে। তার নাম উম্মে সালমা , বাড়ি উপজেলার আমুয়াকান্দ গ্রামে।
খবর নিয়ে জানা গেছে, জাহানারা বেগমের একই বাড়ির মৃত আব্দুল গনির ছেলে হারুন অর রশীদ
ঊম্মে সালমার কাছে যায়। হারন অর রশীদ উম্মে সালমাকে বলেন এই জাহানারা আমার মা। তাই টাকা ফেরৎ দিন। পরে সালমা হারনকে ৩ হাজার টাকা ফেরৎ দেয়। কিন্তু হারুন সেই টাকা জাহানারকে ফেরৎ দেয়নি। পরে একথা জানাজানি হলে হারন ২ হাজার টাকা জাহানারকে ফেরৎ দেয়। বাকী এক হাজার টাকা হারন রেখে দেয়। হারুন অর রশীদ তার চাচী জাহানারার বয়স্কভাতার টাকা নিয়ে আত্মসাৎ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
এবিষয়ে অভিযুক্ত হারুন অর রশীদ বলেন, আমি বয়স্কভাতার কার্ড দিয়েছি এবং টাকা ফেরৎ এনেছি, ওখানে আমার এই ১ হাজার টাকা খরচ হয়েছে।