ঢাকাFriday , 2 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের উদ্যোগে মাদক ব্যাবসায়ী, চাঁদাবাজ, ফারুক বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

JendralMaya
September 2, 2022 12:38 pm
Link Copied!

নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের উদ্যোগে
মাদক ব্যবসায়ী চাঁদাবাজ ও কিশোরগ্যাং লিডার টাইগার ফারুক বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার টাইগার ফারুক বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২ সেপ্টেম্ব) বিকালে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি টিসি রোড এলাকাস্থ কাউন্সিলর আনোয়ার ইসলামের কার্যালয়ের সামনে এ কর্মসূচিটি পালন করা হয়।
এসময় ওই ওয়ার্ডের শত শত মানুষ প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করে মাদক সহ সামাজিক অপরাধের বিরুদ্ধে শ্লোগান দেয়। টাইগার গ্যাং নিপাত যাক, সিদ্ধিরগঞ্জ বাসী মুক্তি পাক। টাইগার গ্যাংয়ের মাদক সিন্ডিকেট থেকে সিদ্ধিরগঞ্জ বাসী মুক্তি চায়।
কাউন্সিলর আনোয়ার ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম সাকিব, যুবলীগ নেতা মাসুদ, আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ১ নং ওয়ার্ডে কিশোরগ্যাং ও মাদকের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। এসব কিশোরগ্যাং চক্র ও মাদক ব্যবসায়ীরা বীরদর্পে অন্যায় অপকর্ম করছে। তাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। তাদের তৎপরতা এতই বেড়েছে যে কয়েকদিন আগে কাউন্সিলর আনোয়ার ইসলামের বাড়ীতেও হামলা চালিয়েছে। এঘটনায় মামলাও হয়েছে। কিন্তু পুলিশ আসামি ধরতে তৎপর হয়নি। আসামিরা উচ্চ আদলত থেকে জামিনে এসে এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে।
আওয়ামী লীগ নেতা হাজী ইয়াছিন মিয়া বলেন, সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হলে কিছুতেই তারা পার পাবেনা। সন্ত্রাস মাদক নির্মূলে প্রশাসনকে সবধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। মাদকের বিরুদ্ধে ১ নং ওয়ার্ডবাসীর প্রতিবাদী হয়ে উঠা অত্যন্ত প্রশংসনীয়।
কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, ১ নং ওয়ার্ডবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার অবস্থান সবসময় কঠোর থাকবে। ১ নং ওয়ার্ডে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা করতে দেওয়া হবেনা। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকের বিকরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট বুধবার সন্ধ্যায় নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি টিসি রোড এলাকাস্থ কাউন্সিলর আনোয়ার ইসলামের নিজ বাড়িতে অবস্থিত কার্যালয়ে মাদক সিন্ডিকেটর অন্যতম হোতা টাইগার ফারুকের নেতৃত্বে দেড় থেকে দুইশত সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এ সন্ত্রাসী বাহিনী কাউন্সিলরের বাড়িতে তান্ডব চালায় এবং কাউন্সিলরের লোকজনকে মারধর করে।
এই ঘটনায় গত ২৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অফিস সহকারী আবিদ হাসান রাকিব বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৪৫) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মোঃ স্বপন ওরফে কসাই স্বপন সহ দুই জনকে ওই দিন রাতেই গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামসহ ৫ জন আহত হন।
মামলার অভিযুক্তরা হলেন, টাইগার ফারুক (৪২), তানজিম কবির সজু (৩৮), মোঃ আরাফাত রহমান বাবু (২৯), মিলন হোসেন (৩০), মোঃ সোহেল (৩২), মোঃ শরীফ (২৯), মোঃ স্বপন ওরফে কসাই স্বপন (৩২), মোঃ সিফাত হোসেন (২৪), মোঃ জসিম হোসেন (৩৮)।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়