সুমন আহমেদ :
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি ও সদস্য সচিব মোঃ আল আমিন এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোঃ জিসাদ মাহমুদ,কে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জিসাদ মাহমুদ ২০১৮ সালে খিলগাঁও মডেল কলেজে অনার্স মার্কেটিং বিভাগে এডমিশন নেয়ার পর শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্যর হাত ধরে ছাত্রদলের রাজনীতি শুরু করে।এর আগে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলো।ছাত্রদলের রাজনীতির কারনে একাধিক বার পুলিশের হামলার স্বীকার জিসাদ মাহমুদের পদায়ন নিয়ে মতলবের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের মাঝে উচ্ছাস দেখা গেছে।
কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূইয়া মামুন
সদস্য সচিব করা হয় ফারুক মিয়া।অন্যান্য যুগ্ম আহ্বায়ক হলেন মোঃ হাফিজুল ইসলাম ও ইমন হোসেন।
উল্লেখ্য, আগামী ১০ দিনের মধ্যে আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিবের সমন্বিত স্বাক্ষরে ৫ সদস্যের আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।