ঢাকাFriday , 2 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরের আমিনপুর ও রামদাসপুরে একই দিনে আদালতের নিষেধাজ্ঞা

JendralMaya
September 2, 2022 11:11 am
Link Copied!

শহিদুল ইসলাম খোকন : মতলব উত্তর উপজেলায় দুই জায়গায় একই দিনে নিষেধাজ্ঞা করেছে আদালত। উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের আমিনপুর ও রামদাসপুরে এ ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানা যায়, মতলব উত্তরের, রামদাসপুর মৌজার ১৩২নং হালে, ১৪৯, বিএস ১০৮ নং খতিয়ানের বিএস দাগের ১৬৫ এর ২১ শতকের মধ্যে ১৯ শতক জমির মালিক উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. আবু হানিফ। যা গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখে হেবা করে দেয় তার বাবা। যার দলিল নং ২৫২৭। কিন্তু একই গ্রামের মৃত নূর বক্স সর্দারের ছেলে বোরহান সর্দার, জাহাঙ্গীর আলম, নাসির, জাহাঙ্গীর আলমমের ছেলে তসলিম,ও উজ্জ্বলসহ আরো ৩/৪ জন জোরপূর্বক এই জায়গা দখল করার চেষ্টা করছে।
সেই লক্ষে গত ১৪ জুন ২০২২ ইং তারিখে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে জমির মালিক আবু হানিফ। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলার সার্থে ২৯ আগষ্ট ১৪৫ ধারা জারি করেন। ১ লা সেপ্টেম্বর মতলব উত্তর থানার এএসআই মো. সোহেল রানা রাজু সরজমিনে গিয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়ে আসেন।

এদিকে একই দিনে রামদাসপুর মৌজার বিএস১০৮ খতিয়ানে হাল ১৫৫ দাগে ২৬ শতক জমির মালিক আমিনপুর গ্রামের আলী আহাম্মদ ঢালীর ছেলে মো. ইলিয়াছ। কিন্তু আমিনপুর গ্রামের মৃত নূর বক্স সর্দারের ছেলে বোরহান সর্দার, জাহাঙ্গীর আলম ও তার ছেলে উজ্জ্বল ও তাহসিন,আলাল সরদারের ছেলে দুলাল, মিঠুর কান্দি গ্রামের ,আবুল কাশেমের ছেলে বদু ও শরীফসহ আরো ৩/৪ জন জোরপূর্বক জায়গা দখলের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় ১৫ জুন একই আদালতে মামলা দায়ের করেন জমির মালিক ইলিয়াছ। সেই প্রক্ষিতে ২৯ আগষ্ট আদালত এখানেও ১৪৫ ধারা জারি করেছে।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। মতলব উত্তর থানার এএসআই মো. সোহেল রানা রাজু সরজমিনে গিয়ে উভয় পক্ষকে সর্তক করে দিয়ছে।
আদালত থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোন পক্ষই উক্ত জমিতে কিছু করতে পাড়বেনা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।