ঢাকাFriday , 2 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

মতলব উত্তরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত

JendralMaya
September 2, 2022 5:13 pm
Link Copied!

কামরুল হাসান রাব্বি 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরদার কান্দি গ্রামে মাদক বিরোধী অভিযানে এক পুলিশ সদস্যদের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা।

শুক্রবার সন্ধায় ফরাজী কান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্ৰামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে মাদক বিরোধী অভিযানে যান। সেখানে সরদার কান্দি গ্রামের চিহ্নিত মাদক কারবারি নাছির ও বশিরের নেতৃত্বে স্থানীয় কয়েকজনের সহায়তায় পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই সাইফুল মারাত্মকভাবে আহত হয়। আহত পুলিশ সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে আহত হয়ে এসআই সাইফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান। নিউজ লেখার পূর্বমুহুর্ত পর্যন্ত তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

আহত পুলিশ সদস্যের সাথে থাকা জুয়েল (পুলিশের সোর্স) কতর্ব্যরত সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচারন করে।

উল্লেখ থাকে যে, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী কয়েকজনকে মাসোহারা দিয়ে দিনে দুপুরে পসোরা সাজিয়ে গাজা বিক্রি করে আসছে। এর পূর্বেও আইনশৃঙ্খলাকাহিনীর উপর সংঘবদ্ধভাবে আক্রমন করে।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চলছে। বাকি তথ্য পরে জানানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।