এসো মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মানে সেবা বিশ্বকে ছড়িয়ে দিতে সারা।
চাদপুরের মতলব উত্তর উপজেলার সেচ্ছাসেবী সংগঠনের সারা ফাউন্ডেশনের পক্ষে থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়, এতিমদের নিয়ে একবেলা ভালো খাবার এর আয়োজন করে আসছে, তারই ধারাবাহিকতায় আজ মৈশাদী মারকাযুস সুন্নাহ মোহাম্মদীয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহি বোডিং এই আয়োজন করেন।
এ সময় উপুস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারনসাধারন সম্পাদক এম এম সাইফুল ইসলাম, ,শিক্ষক,শিক্ষার্থী , ও সংগঠনের প্রতিষ্ঠতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল সহ সংগঠনের সদস্যরা ও এলাকায় গন্যমান্য ব্যক্তি বর্গ।
এ সময়, সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল বলেন, আমাদের আয়োজনে সহযোগিতা করায় সারা ফাউন্ডেশনের উপদেষ্টা USA প্রবাসী, জুলি হক,রুবিনা হোসাইন, নাজবুন নাহারের প্রতি কৃতজ্ঞতা জানাই।