ঢাকাSaturday , 3 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ২০

JendralMaya
September 3, 2022 3:37 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত রুহিয়ার রামনাত এমপির মোড় হতে কর্ণফুলী মোড়ে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের অভিযোগ বিএনপির গুলিতেই সোহেল নামে ছাত্রলীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।তিনি রাজাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

 

জানা যায়, সারাদেশে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগ একটি বিক্ষোভের আয়োজন করে। এই দিনে বিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রুহিয়া থানা বিএনপি। দুপুরে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা এমপি রমেশ চন্দ্র সেনের বাসায় হামলা চালায়।এ সময় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আব্দুল লতিফ লিটুকে মারপিট করে ও তার মোটরসাইকেল ভাংচুর করেন বিএনপির কর্মীরা। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা।

 

পরে বিকালে বিএনপির কর্মীরা রুহিয়া চৌরাস্তা মোড়ে তাদের সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।