ঢাকাSaturday , 3 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ

JendralMaya
September 3, 2022 5:29 pm
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ লালদহ মাঠের পান ক্ষেতে শান্ত ইসলাম (১১) নামে ওই শিশুকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বলাৎকার হওয়া নির্যাতিত শিশুর মা শুক্রবার রাতে হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় (২২) এর বিরুদ্ধে দৌলতপুর থানায় বলাৎকারে অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখি মাদ্রাসার ছাত্র শান্ত ইসলাম শুক্রবার সকালে হোসেনাবাদ লালদহ মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়।এ সময় হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় ঘাস নেওয়ার কথা বলে শান্ত ইসলামকে পান বরজের ভেতরে ডেকে নিয়ে যায়। পরে তার পরনের ট্রাউজার খুলে পায়ুপথে জোরপূর্বক বলাৎকার করে পানবরজের ভেতর শান্তকে আটকিয়ে রাখে। শুক্রবারের জুম্মার নামাজের সময় হওয়ায় শান্ত বাড়ি ফিরে না আসায় তার মা পলিয়ারা মাঠে খোঁজ করতে যায়। এ সময় শান্তকে পান বরজ থেকে উদ্ধার করর পর সে নির্মম এ ঘটনার বর্ণনা দেয়।এ ঘটনায় শান্তর মা শুক্রবার রাত সাড়ে ৮টায় দৌলতপুর থানায় জয়ের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ মামলা দাযের করেছেন।

 

দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, শিশু বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। বলাৎকারের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অভিযুক্ত জয় পলাতক থাকায় তাকে আটক বা গ্রেফতার যায়নি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।