সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
আশাশুনিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের উপর আলোচনা ও বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব গঠিত কার্যকরি কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , আশাশুনি থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিপংকর বাছাড় দিপু, আশাশুনি নাগরিক কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি । অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম বদরম্নদ্দোজা, উপদেষ্টা মাইদুল ইসলাম বাবলু, উপদেষ্টা আলা উদ্দিন লাকী, উপদেষ্টা সমরেশ চন্দ্র মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যাদন করেন অতিথিবৃন্দ।