তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদক।।
দেশ ব্যাপী বি,এন,পি এবং জামায়াতের সন্ত্রাসী তান্ডব, নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলার আয়োজনে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালের পাদ দেশ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে বঙ্গবন্ধু ম্যুরালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলগের সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা যুবলীগের সদস্য আব্দুস সাত্তার, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, জেলা যুবলীগের সদস্য ছাদিকুর রহমান সাদিক, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ আমির আলী খান, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, এস,কে আব্বাস, সহ কালিগঞ্জ উপজেলা যুবলীগ ও ১২টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বি,এন,পি জামায়াত আবারও ২০১৩ সালের মত আগুন সন্ত্রাস শুরু করেছে। সরকার পতনের রাজনীতির নামে জ্বালাও পোড়াও ও পুলিশের উপরে হামলা করছে। বক্তারা আরও বলেন লন্ডনে বসে এক নেতা আন্দোলনের নামে দেশকে বিশৃঙ্খলার মুখে ঢেলে দিচ্ছে। বক্তারা আরও বলেন আগুন সন্ত্রাস না করে আসুনগনতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যান পিছনের দরজা দিয়ে নয়। আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা যে কোন অন্যায়ের বিরুদ্ধে সব সময় রাজ পথে থাকবে।
জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতেও সকল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি পরশ ও সাধারণ সম্পাদক নিখিল সহ সাতক্ষীরা জেলার যুবলীগের নেতৃবৃন্দের নির্দেশে কালিগঞ্জ উপজেলা যুবলীগ রাজ পথে থাকবে। সমাবেশে যোগদানের জন্য কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের শত শত নেতা কর্মীরা মটরসাইকেল যোগে মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহন করেন।