শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।কালিগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ জন গুরুতর আহত, বসতঘর জবর দখল ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে গৃহকর্তা দিনমজুর আজিজুর রহমান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের শেখ ছলেমান আলীর ছেলে শেখ আরিজুল ইসলাম (২৮), শেখ ছুরমান আলীর ছেলে শেখ নাজমুল ইসলাম (৩০), মৃত শেখ সৈয়দ আলীর ছেলে শেখ জালাল উদ্দিন (৪৭), শেখ জালাল উদ্দিনের ছেলে জাহিদ হোসেন (২৪), মৃত নুরো গাজীর ছেলে ছন্নত আলী গাজী (৪৩), ছন্নত আলী গাজীর ছেলে মোঃ আল মামুন (২০), মৃত ফজর আলীর ছেলে আব্দুল বারী (৪৫), শেখ ছুরমান আলীর ছেলে আব্দুল আলিম শেখ (৩৭), শেখ সেলিম হোসেনের ছেলে ইমরান হোসেন (২২), শেখ জালাল উদ্দীনের স্ত্রী শাহানারা বেগম (৩৮), ছন্নত আলী গাজীর স্ত্রী জাহানারা বেগম জানু (৩৩), শেখ আরিজুল ইসলামের স্ত্রী রত্না বেগম (২৫), শেখ ছুরমান আলীর স্ত্রী মাছুরা খাতুন (৬০), শেখ সুলাইমানের মেয়ে মনোয়ারা বেগম (২৭)। তবে এ ঘটনায় ছন্নত আলী গাজী (৪৩) নামের এক আসামিকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার সকাল ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। মামলার এজাহারে জানা যায়, দীর্ঘদিন বসতবাড়ির জমিজমা নিয়ে আসামিদের সাথে বাদী দিনমজুর আজিজুরের বিরোধ চলে আসছে। ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে আসামিরা ধারালো দা, লোহার রড, শাবল, হাতুড়ি, বাঁশের লাঠি নিয়ে অনধিকার ভাবে বাদীর তৈরিকৃত বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন গালিগালাজ নিষেধ করায় আসামিরা বাদীর ছেলে আবু রায়হানকে শাবল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং হাতুড়ি দিয়ে একটি দাঁত ভেঙে দেয়। দেশীয় অস্ত্র দিয়ে মেঝ ছেলে ফারুক হোসেনের পায়ের হাড় ভেঙে দিয়য়ে জখম করে তারা। এছাড়া বাদীর স্ত্রী ফরিদা বেগমকে মারপিট করে ও শ্লীলতাহানি ঘটায়।
এ সময় আসামিরা বাদীর বসতঘর থেকে নগর ৬০ হাজার টাকা, স্বর্ণের দুল, মূল্যবান কিছু সাংসারিক জিনিসপত্র, ওয়ালটন ফ্রিজ, টিভি এবং একটি ফ্রিডম ও একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল, গোয়ালঘর থেকে ২টি সাদা বকনা গরু লুটপাট করে। যাহার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্হানীয়রা। সরেজমিনে গেলে দিনমজুর আজিজুর রহমান বলেন, ২০০৪ সালে নিজের নামে ও ছেলে ফারুক ও কাদেরের নামে মুকুন্দপুর মৌজায় ১০৪৭ ও ১১৮৮ নং দাগে তিন বন্দে ১৭ শতক জমি ক্রয় করি।
৩/৪ বছর আগে ঘরটি নির্মাণ করি। সম্প্রতি আব্দুল কাদের নিকট থেকে বিলান হিসাবে মনোয়ারা একই দাগে সাড়ে ৫ শতক জমি ক্রয় করে। কিন্তু আসামিপক্ষ ভাড়াটিয়া গুন্ডা দিয়ে হামলা করে আমাদের মারপিট, রক্তাত্ব জখম করে একই দাগে নির্মানকরা বসতঘরটি জোরপূর্বক দখল করে নিয়েছে। এখন তারা মিথ্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
এব্যাপারে আসামি মনোয়ারা বেগম বলেন, এটি আমার ক্রয়কৃত জমির উপরে ঘর বানিয়েছি। কয়েকদিন হলো দখলে এসেছি। কাগজ কলমে আমার, সেই ঘরে এখন আছি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক খবির হোসেন জানান, এ ঘটনায় ০৩/০৯/২০২২ খ্রিস্টাব্দে থানায় ৭ নং মামলা দায়ের হয়েছে। এক আসামিকে আটক করে আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছি। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।