মতলব প্রতিনিধি
মতলব দক্ষিন উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সমন্বয়ে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। মোবাইল ফোনেও তাদের পাওয়া যায়নি । এ এছারাও মতলব পৌরসভা সদরের চারটি হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয় ।
এসময় ল্যাব টেকনিশিয়ান ও রেডিওলজিস্ট ব্যতিত সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করায় নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া ও ডাঃ মোঃ বোরহান উদ্দিন, সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মোঃ খোরশেদ আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, থানার এসআই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা প্রদান করেন।