চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দক্ষিণপশ্চিম সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৮ মাত্রার এই ভূ-কম্পনকে ২০১৭ সালের পর প্রদেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে শত শত মানুষ আটকা পড়েছেন।জরুরি সেবায় নিয়োজিত বাহিনী তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভূমিকম্পে অন্তত ২৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েক ডজনের অবস্থা গুরুতর। সুতরাং, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূ-কম্পন এলাকার একটি পর্যটন স্পটে হিমবাহের কারণে ২০০ মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, পানি ও খাদ্য সরবরাহেরও কাজ চলছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।