ঢাকাTuesday , 6 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ফিড কোম্পানীর বিভাগীয় ম্যানেজার খুন, আটক ২

JendralMaya
September 6, 2022 1:59 pm
Link Copied!

কেএম রফিক যশোর: যশোরের চাঁচড়া চেকপোস্টে ইজিবাইকের মধ্যে দুর্বৃত্ত¡দের ছুরিকাঘাতে নিহত যুবকের নাম মোস্তাফিজুর রহমান (২৯)। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর সাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। বতর্মানে তিনি সাতক্ষীরা শহরের কলেজপাড়ার একটি বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকেন।

তিনি এসআর নামক একটি ফিড কোম্পানির খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজার হিসেবে চাকরি করতেন। মোস্তাফিজুর রহমান নিহতের ঘটনায় যশোর কোতয়ালি থানায় তার ভাই আবু মুত্তালিব ৬জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এই মামলায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটক দুইজন হলো, যশোর শহরতলীর বিরামপুর কালীতলার মৃত অনিল মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২৬) এবং একই এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে ইজিবাইক চালক রাব্বি হাসান (২৩)। মামলার অপর ৪ আসামি হলো, বিরামপুর কালীতলার ইসহাক গাজীর ছেলে ইব্রাহিম (২৩), শামীম হোসেনের ছেলে ইমরান (২৫), আসলাম হোসেনের ছেলে সুজন হোসেন (২২) এবং মিঠুর ছেলে আল-আমিন (২৪)।
এজাহারে আবু মুত্তালিব উল্লেখ করেছেন, মোস্তাফিজুর রহমান তার ছোট ভাই। গত ৪ সেপ্টেম্বর সকালে সে বাড়ি থেকে কোম্পানির কাজে বের হয়ে ঝিনাইদহে যায়। তার স্ত্রী জান্নাতুল মোবাইলে কল করলে ঝিনাইদহে আছে বলে জানায়। তার সাথে রবিউল নামে এক সহকর্মীও ছিলেন। বেলা ১২টার দিকে কল করলে মোস্তাফিজ বাড়িতে ফিরছেন বলে তার স্ত্রীকে জানান। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় মোবাইলে কল করে। কিন্তু মোবাইল ফোন বন্ধ পায়। রোববার সকালে সহকর্মী রবিউলের কাছে মোবাইল করা হলে তিনি জানান, মোস্তাফিজকে কে বা কারা যশোরে ছুৃরিকাঘাত করেছে। বর্তমানে মোস্তাফিজ যশোর জেনারেল হাসপাতালে আছে। সংবাদ পেয়ে তিনি, নিহতের স্ত্রীসহ অন্যান্য আত্মীয়স্বজন হাসপাতালে এসে মর্গে তার লাশ দেখতে পান।
তিনি পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন, শনিবার বিকেলে আসামি ইব্রাহিম ও তার সহযোগিরা তার ভাইকে কৌশলে ডেকে চাঁচড়া চেকপোস্টে একটি হোটেলের সামনে নিয়ে যায়। সেখান থেকে আসামি রাব্বি হাসানের ইজিবাইকে উঠিয়ে তার মধ্যেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে মারাত্মক আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানিয়েছেন, এই মামলায় দুইজনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। সেখানে আসামিদ্বয়ের জবানবন্দি দেয়ার কথা রয়েছে।
তিনি আরো জানিয়েছেন, যতটুকু জানাগেছে-আসামি ইমরান ও নিহত মোস্তাফিজুর রহমান একই কোম্পানিতে চাকরি করতেন। তাদের সাথে টাকা পয়সা পাওনা নিয়ে একটি বিরোধ ছিলো। সেই সূত্রে মোস্তাফিজকে হত্যা করা হতে পারে। আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে বা পলাতক আসামিদের আটক 😂করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।
এদিকে সোমবার বিকেলে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন সাতক্ষীরায় নিয়ে গেছে বলে জানাগেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।