ঢাকাTuesday , 6 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে_ট্রাক_ড্রাইভারের গুদাম ঘরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ভেজাল খাদ্য তৈরীর দায়ে জরিমানা দুই লাখ টাকা

JendralMaya
September 6, 2022 5:56 pm
Link Copied!

মোঃ মাসুদ ফারুক বাবলু বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে ট্রাক ড্রাইভারের গুদাম ঘরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম ভীমজানি গ্ৰামে অভিযান চালিয়ে ভেজাল পশু খাদ্য তৈরির অভিযোগে গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মা এন্টার প্রাইজে ২ লাখ টাকা জরিমানা করা সহ প্রতিষ্ঠান টি সিলগালা করে দিয়েছে বলে জানা গেছে ।

সরোজমিনে জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ট্রাক ড্রাইভার শামিম শেখ (৪৫) অধিক লাভের আশায় গাড়ীর ড্রাইভারী পেশা বাদ দিয়ে একই ইউনিয়নের ভীমজানি গ্রামের রাস্তার পাশে দীর্ঘদিন যাবৎ ভেজাল পশু খাদ্য তৈরীর ব্যবসা করে আসছিল।

এই ভেজাল খাদ্য তৈরীর গোপন খবর পেয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ ঘটি কার সময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এসময় সেখানে ভেজাল পশু খাদ্য (মাছ ও মুরগি) তৈরির সত্যতা পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী শামিম শেখকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, অবৈধ ভাবে শামিম শেখ একটি প্রতিষ্ঠান গড়ে তুলে ভেজাল পশু খাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এজন্য তাকে অর্থদন্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানান। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।