ঢাকাWednesday , 7 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে ভাইরাল ইউপি চেয়ারম্যান

JendralMaya
September 7, 2022 7:01 am
Link Copied!

কেএম রফিক যশোর:

আইন হাতে তুলে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলেন চেয়ারম্যান আলমগীর কবীর লিটন। মঙ্গলবার সকাল ১১টার দিকে মণিরামপুরের হরিদাসকাটি ইউপি ভবনে আব্দুল্লাহ আল মামুন বাবু নামে এক ছাত্রলীগ কর্মীকে নিজ হাতে লাঠিপেটা করে আলোচনায় আসেন তিনি। এক পর্যায় পুলিশ বাবুকে উদ্ধার করে থানা হেফাজতে নেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলা হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন তার এলাকার কাটাখালি গ্রামের আমজাদ মোল্লার ছেলে ছাত্রলীগ কর্মী বাবুকে ইউনিয়ন পরিষদ ভবনে প্রকাশ্যে নিজেই লাঠিপেটা করে গুরুতর আহত করেন। অভিযোগ ওঠে, কেবল লাঠিপেটা করেই ক্ষান্ত হননি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন, তাকে একটি কক্ষে নিয়ে স্লাইরেঞ্জ দিয়েও আঘাত করা হয়েছে। খবর পেয়ে ওই পরিষদ থেকে পুলিশ বাবুকে উদ্ধার করে থানা হেফাজতে নেন।

চেয়ারম্যান আলমগীর কবীর লিটন সাংবাদিকদের জানান, পরিষদ এলাকায় মোটরসাইকেল নিয়ে বাবু উচ্চ স্বরে শব্দ করছিল। এ অপরাধে পরিষদের দুই চৌকিদারদের দিয়ে বাবুকে ধরে নিয়ে পরিষদ ভবনে প্রকাশ্যে জনতার সামনে মারপিট করে আহত করে। তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাড়াও উপজেলার রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বয়ে চলেছে। ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সবুজ বিশ্বাস জানান, আব্দুল্লাহ আল মামুন বাবু ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান আলমগীর কবীর লিটনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিপদ ভঞ্জন পাঁড়ের পক্ষে নির্বাচন করায় তাকে এভাবে মারপিট করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা জুয়েল জানান, মোটরসাইকাইকেল চালানোর সময় পড়ে গিয়েছিল বাবু। এ সময় মোটরসাইকেল থেকে জোরে শব্দ হওয়ার অপরাধে তাকে পরিষদে আটকে মারপিট করা হয়েছে। মণিরামপুর থানার ওসি নুরই আলম সিদ্দীকি বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আলমগীর কবীর লিটন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ওই সময় দলের নীতি-নির্ধারকরা তাকে দল থেকে বহিষ্কারও করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়