ঢাকাWednesday , 7 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোর কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী জামাল সহযোগীসহ আটক

JendralMaya
September 7, 2022 6:51 am
Link Copied!

কেএম রফিক যশোর:

 

যশোরের কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজী, নারী নির্যাতসহ ১০ মামলার আসামি জামালসহ (৩০) তার সহযোগী শামীমকে আটক করেছে পুলিশ। কেশবপুরের এক প্রভাশালী রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় থেকে জামাল বাহিনী এসব কর্মকান্ড প্রকাশ্যে চালিয়ে আসছে। জামাল ও শামীম আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কেশবপুরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শহরের মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করা হয়।

থানা পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর শহরের খতিয়াখালি এলাকার নন্দ দাসের ছেলে প্রশংকর দাস পিকের কাছে চাঁদা দাবি করে জামাল বাহিনীর সদস্যরা। চাঁদার টাকা না দেয়াই প্রশংকর দাস পিকেকে বেদম মারপিট করে জামালের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা। এঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। যার নং-১০, তাং-৬ সেপ্টেম্বর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) রাতে অভিযান চালিয়ে কেশবপুর পৌর সদরের মধ্যকুল গ্রামের গণি শেখের ছেলে সন্ত্রাসী জামাল বাহিনীর প্রধান জামাল ও একই গ্রামের সিরাজুল খানের ছেলে শামীমকে (২৮) শহরের পুরাতন গো-হাটার সামনে থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, অস্ত্রবাজী, ছিনতাই, নারী নির্যাতনের অসংখ্য অভিযোগসহ ১০টি মামলা রয়েছে। স্থানীয় ক্ষমতাধর এক রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় থেকে তারা প্রকাশ্যে এসব সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসলেও ওদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।

সূত্র জানায়, গত ৫-৬ বছর ধরে জামাল বাহিনীর অত্যাচারে কেশবপুরবাসী অতিষ্ট হয়ে উঠেছে। তারা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শহরসহ প্রতন্ত অঞ্চলে চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পাশাপশি প্রকাশ্যে মোটরসাইকেল মহড়া দিয়ে থাকে।

কেশবপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নেতৃত্বে ১৫-২০ জনের একদল পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামালসহ দুইজনকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, জামাল ও শামীমকে আটক করা হয়েছে। আটককৃত জামাল ও শামীমকে চাঁদাবাজী মামলায় আটক করা হয়। যার মামলা নং- ১০, তাং- ০৬/০৯/২২ ইং । এছাড়া তার বিরুদ্ধে আরো ৯টি মামলা রয়েছে। আজ বুধবার এই দুইজনকে আদালতে সোপর্দ্দ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।