কেএম রফিক যশোর:
যশোর সদরের রূপদিয়া বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি ও লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতর। জব্দ গরুর মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
ভোক্তার অভিযানিক দল বেলা ১১ টায় রূপদিয়া বাজারে অভিযান চালায়। এ সময় গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে বিসমিল্লাহ মাংস ভাণ্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে সত্যতা পাওয়ায় মাংস বিক্রেতার নামে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে দোকানে থাকা মাংস জব্দ করে কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়।
এরপর অভিযানিক দল ইমরান ট্রেডার্সে অভিযান চালায়। জ্বালানি তেল বিক্রি করলেও ফায়ার লাইন্সেস না থাকায় ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।