ঢাকাThursday , 8 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ক্রিকেট খেলোয়াড়দের বয়স নির্ধারণ নিয়ে বিসিবির কাণ্ডে বিক্ষোভ, বাকবিতন্ডা

JendralMaya
September 8, 2022 6:57 am
Link Copied!

কেএম রফিক যশোর:

জন্মনিবন্ধনে লিপিবদ্ধ জন্ম তারিখ সঠিক, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেরিত টিমের দেয়া জন্ম তারিখ সঠিক। তা নিয়ে বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থায় খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে। এমনকি কর্তৃপক্ষের সাথে বাক বিতন্ডাও হয়েছে। কেউ কেউ স্থানীয় কর্তৃপক্ষকে দুষছেন।

বুধবার নির্ধারিত ছিল ইয়াং টাইগার্স বিসিবি’র আয়োজনে ২০২২-২০২৩ মৌসুমের বয়স ভিত্তিক ক্রিকেটারদের মেডিকেল। এর আগে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনূর্ধ্ব- ১৪, ১৬ ও ১৮ খেলোয়াড়দের বাছাই করে রাখা হয়েছিল। এসব খেলোয়াড়ের মূলত এদিন বয়স নির্ধারণ করে বিসিবি থেকে প্রেরিত টিম।

বিসিবি’র টিম সনাতন পদ্ধতিতে বয়স নির্ধারণ করায় আস্তেআস্তে খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এক পর্যায়ে অভিভাবকরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের দাবি সনাতন পদ্ধতিতে নয়, সঠিক বয়স নিরূপণের জন্য যুতসই পদ্ধতি অনুসরণ করার।

বয়স বাছাইয়ে অংশ নেন সেজান মাহমুদ আলিফ, জন্ম সনদে তার জন্ম তারিখ রয়েছে ১ আগস্ট, ২০০৯, সাকিব সরকার, জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি, ২০০৯, সাকিন সরকার, জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি, ২০০৯, তানভীর হোসেন, জন্ম তারিখ ২০ অক্টোবর, ২০০৯, এম এম মেহেদী আবির আপন, জন্ম তারিখ ২৫ জুন, ২০০৯, আদ্রিব জামান বর্ন, জন্ম তারিখ ৩০ জুন, ২০০৭, সাদমান খান, জন্ম তারিখ ৮ সেপ্টেম্বর, ২০০৭, সাদিক হুসাইন, জন্ম তারিখ ২২ জুলাই, ২০০৯। এরকম আরও অনেক জন্ম সনদ পত্রিকা দপ্তরে সংরক্ষিত রয়েছে।

এসব জন্ম সনদের ভিত্তিতে অনেকের বয়স ১৪, কারও ১৫ আবার কারও বা ১৬। কিন্তু বিসিবি কর্তৃক প্রেরিত মেডিকেল টিম জন্ম সনদ আমলে না নিয়ে নিজেদের মত করে সনাতন পদ্ধতিতে বয়স নির্ধারণ করে কারও ১৬, কারও ১৮ আবার অনেককেই বাদ দিয়ে দিয়েছেন।

খেলোয়াড় মাহাদি আবির আপনের মা রিজিয়া খাতুন জানান, আমার ছেলে কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স এখনও ১৪ বছর পূর্ণ হয়নি। অথচ তাকে অনূর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক দলে না দিয়ে অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক দলে দেয়া হয়েছে। মেডিকেল টিম ঢাকা স্কয়ার হাসপাতাল থেকে বন টেস্ট করার কথা বলেছে। আমার প্রশ্ন, যদি সেখানে আমার সন্তানের বয়স ১৪ বছর হয়নি এটা প্রমাণিত হলে কি হবে।

সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাক্তার প্রতিভা ঘরাইয়ের সন্তান অর্পন দাস। যশোর জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রতিভা ঘরাই বলেন, আমার সন্তানের বয়স ১৩ বছর পার হয়েছে। অথচ তাকে ১৪ বছরের দলে না দিয়ে ১৬ বছরের দলে দেয়া হয়েছে।

সাদমান খান সর্বশেষ জাতীয় স্কুল ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন। তাকে দেয়া হয়েছে ১৬ বছরের দলের পরিবর্তে ১৮ বছরের দলে। এ বিষয়ে সাদমান খানের পিতা সিরাজ খান বলেন, বয়স নির্ধারণে পক্ষপাতিত্ব করা হয়েছে সুষ্পস্টভাবে। একটি একাডেমির খেলোয়াড়দের প্রাধান্য দেয়া হয়েছে চাতুরতার সাথেই। এই একাডেমির প্রশিক্ষক আবার ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত। যার ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা জায়গা পাচ্ছেন না। মেডিকেল টিম আমার সন্তানের বয়স নির্ধারণ করে যে দলে দিয়েছে সেই হিসেব কিছুতেই মিলাতে পারছি না। কারণ তখন তো আমার বিয়েই হয়নি। আমার বিয়ের আগে কিভাবে আমার সন্তানের জন্ম হতে পারে।

এরকম হাজারো অভিযোগ করেছেন অনেক অভিভাবক। বাক বিতণ্ডার খবর পেয়ে ক্রীড়া সংস্থায় উপস্থিত হন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। তিনি জানান, বিসিবি কর্তৃক প্রেরিত টিমের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তাদের যে দিকনির্দেশনা রয়েছে সেই বিষয়টি আমাকে অবহিত করেছে। আসলেই বলার তেমন কিছু নেই।

বিসিবি কর্তৃক প্রেরিত টিমের চিকিৎসক জয় বিশ্বাস জানান, আমাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। আমাদের যদি কোনো ভুল থাকে তার ও তো সংশোধনের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বিসিবি নির্ধারিত ঢাকার স্কয়ার হাসপাতালে বন টেস্ট করে রির্পোট দিলে আমরা সেটা পজেটিভভাবে নিয়ে তাকে সেই দলে খেলার সুযোগ করে দেবো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়