কাজী কাহফিল অরা সজল, সাতক্ষীরা প্রতিনিধি।।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন এর চাঁচাই সবুজ সংঘের আয়োজনে পাঁচ দিন ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে শুক্রবার (৯ ই সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও চাঁচাই সবুজ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক গাজী আব্দুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল। মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।উপজেলা তাতী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, আব্দুল কাদের, চাচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক লালটু ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,নার্সারি মালিক,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মেলায় মোট ২০ টি স্টল বসেছে। ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।