ঢাকাSaturday , 10 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

বিষ্ণুপুরে প্রতিবন্ধী শিশুকে ৬৫ বছর বয়সী বৃদ্ধা কতৃক বলদকারের চেষ্টার অভিযোগ

JendralMaya
September 10, 2022 1:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলা ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড উত্তর লালপুর গ্রামে মিয়া বাড়ীতে প্রতিবন্ধী শিশু জাহিদুল কে নজু নামক ৬৫ বছর বয়সী বৃদ্ধা কতৃক বলদকারের চেষ্টা করার অভিযোগ এর খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গত ৩১ আগট বুধবার দুপুর ২ টায় মিয়া বাড়ীতে।

প্রতিবন্ধী শিশুর পারিবারিক সুত্রে জানায়, মৃত আবদুল আকিম মিয়া ছেলে নজরুল ইসলাম নজু(৬৫), পাশের ২ নং ওয়ার্ডে মৃত মোস্তফা মোল্লা প্রতিবন্ধী জাহিদুল ইসলাম (১০) কে কানুদী বাজার থেকে ১০ টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশু কে বৃদ্ধা নজু তার বসত ঘরে ডেকে নিয়ে বলতকারে চেষ্টা চালায়।

অন্য দিকে নজুর সাথে প্রতিবন্ধী শিশু জাহিদ তার সাথে যেতে দেখে শিশুটি বন্ধু রাব্বি,শান্ত।

পরে প্রতিবন্ধী শিশু কে না পেয়ে বৃদ্ধা বাড়ীর পাশে গেলে তার আওয়াজ শুনতে পায় তখন বৃদ্ধা বসত ঘরের সামনে গেলে জাহিদ কে ডাক দিলে তাদের সাথে চলে আসে।

অন্যদিকে এ ঘটনা সম্পর্কে প্রতিবন্ধী শিশু ও তার বন্ধুরা এলাকার তন্ময় আহমেদ, আনান পাটোয়ারী,শাহদাত গাজী,লিমন শিকদার,রনি বেপারী, জানালে সাথে সাথে বৃদ্ধার নজরুল ইসলাম নজুর বাড়ীতে গিয়ে নজু মিয়াকে জিজ্ঞাসা করেলে ঘটনার কথা শিকার করেন পরে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চায় ও বিভিন্ন অজুহাত দেখায় পরে তারা চলে আসে আর ঘটনার সম্পর্কে তন্ময় আহমেদ, আনান পাটোয়ারী,শাহদাত গাজী,লিমন শিকদার,রনি বেপারী সকলে মিলে এলাকার ইউপি সদস্য আলমগীর হোসেন পাটোয়ারী ও গন্যমান্যদের জানায় ।

পরে ঐ দিন রাতে বৃদ্ধা নজরুল ইসলাম নজু তার বাড়ী থেকে পালিয়ে যায়।

এবিষয়ে প্রতিবন্ধী জাহিদ জানায় তিনি আমাকে ১০ টাকা দিয়ে তার ঘরে নিয়ে গেছে কি জানি কি করে এরকম আমাকে কয়েক দিন পরে পরে নিয়ে যাইতো।

এবিষয়ে প্রতিবন্ধী ছেলে বড় ভাই রিয়াদ বলেন আমরা খুব অসহায় আমি খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসি আর এলাকার সকল কে এ ঘটনা সম্পর্কে জানাই আর বৃদ্ধার দৃষ্টান্ত মুলোক শাস্তি দাবী জানাছি।

এ ঘটনা সম্পর্কে বৃদ্ধা নজু সাথে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি। কিন্তু বৃদ্ধার স্ত্রী আছিয়া বেগম জানায় আমি ঢাকায় ছিলাম বাড়ীতে আসার পর আশে পাশে সকলের কাছে শুনেছি। আমার স্বামী অপরাধ করলে তার বিচার হবে।

এবিষয়ে এলাকার তন্ময় আহমেদ, আনান পাটোয়ারী,শাহদাত গাজী,লিমন শিকদার,রনি বেপারী তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও তার বন্ধুরা আমাদের কে এঘটনা সম্পর্কে জানালে তখন বৃদ্ধা নজুর কাছে জানতে গেলে সে ঘটনার কথা শিকার করে ও বলে আমাকে মাফ করে দেন আর আমার ঘর বিক্রি করে টাকা নিয়ে যান আর এঘটনা সম্পর্কে কাউকে কিছু না বলি। তার পরে সেখান থেকে এসে এলাকায় গন্যমান্যদের জানিয়েছি। বৃদ্ধা নজু জাল চাই চুরি করা অনেক শালিস হয়েছে।

এঘটনার সম্পর্কে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর পাটোয়ারী ও ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য বাবলু দরজি বলেন আমরা এঘটনা সম্পর্কে জেনেছি তাদের বাড়িতে গিয়ে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু বৃদ্ধা নজু ঘটনার পরপরি বাড়ি থেকে পালিয়ে গেছে তখন আর সমস্যা সমাধান করবো কেমন করে। আর বৃদ্ধা স্ত্রী বলেন আপনারা কি সমাধান করবেন যা হবার হবে পুলিশ ও সাংবাদিক আসলে তা আমরা বুঝে নিব।

এলাকায় বাসীর দাবী বৃদ্ধা নজুর প্রতিবন্ধী শিশু বলদকারে যে অপরাধ করেছেন তার দৃষ্টান্ত মুলোক শাস্তি পায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।