এম এম সাইফুল ইসলাম
মতলব উত্তরে ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোহনপুরে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও সাব্বির আহমেদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি।
প্রধান অতিথির বক্তব্যে আশফাক চৌধুরী মাহি বলেন, ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতেগড়া একটি আদর্শ সংগঠন। এ সংগঠন সবসময় ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জামায়াত-বিএনপির জ্বালা-পোড়া আন্দোলনের বিরুদ্ধে সবার আগে এ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে প্রতিবাদ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। লড়াই, সংগ্রাম, অধিকার আদায়ের আরেক নাম ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা যুগেযুগে লড়াই সংগ্রামে ছাত্রলীগের অংশগ্রহন করেছে। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
মাহি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামাত ও দেশ বিরোধীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সেই সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।