ঢাকাSaturday , 10 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

সমাজ সেবায় অবদান রাখছে আমরা ৯৩ মতলব উত্তর

JendralMaya
September 10, 2022 1:10 pm
Link Copied!

আবদুল বারী 

মানুষ সবচেয়ে বেশি ভাল বাসে নিজেকে, আর নিজেকে নিয়ে ব্যাস্ত্য থাকাটাই মানুষের স্বভাবজাত প্রক্রিয়া।,ব্যাতিক্রম তারাই যারা শত ব্যাস্ততার মধ্যে ও বন্ধুত্বের টানে সংগঠিত হয়ে সংগঠন করে অসহায় বন্ধুদের পাশে থাকার সংকল্প নিয়ে কাজ করে, এমনই একটি সংগঠন আমরা ৯৩ মতলব উত্তর এস এস সি ব্যাচের সংগঠন। সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে নিজেদের অর্থায়নে বিভিন্ন সেবা মুলক কাজ করে আসছে। , ২০২২ জানুয়ারী মাসে মতলব উত্তরে প্রায় ২৯ টি উচ্চ বিদ্যালয়ে ক্যাল্ডেডার প্রদান করে।, ৯৩ ব্যচের অসহায়,অনেক বন্ধু কে সাহায্য করা,হয়, সংগঠনের প্রবাসী বন্ধুদের, সহায়তায়,।
অসহায় অনেক ছেলে মেয়েদের কলেজে ভতি করানো হয়,। ফেব্রুয়ারী মাসে কালীপুর টু গজারিয়া সংযোগ সেতুর দাবীতে মতলব উত্তরের ৫২ টি সেচ্ছাসেবী সংগঠনের মানব বন্ধনে, একাত্নতা প্রকাশ করে,। এপ্রিল মাসের শেষের দিকে ৯৩ ব্যাচের এস এস সি সময় কালীল ১০৪ জন শিক্ষক কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়,। সংগঠনের সহ ৯৩ ব্যাচের কোন বন্ধু চাকুরীতে প্রমোশন, পেলে তাকে সন্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল হক সিকদার মুকুলের কাছে জনপদ সংবাদের এই প্রতিবেদক জানতে চান, আগামীতে আপনাদের আর কি কি সামাজিক কার্যক্রমের পরিকল্পনা আছে,? তিনি জানান আমরা খুব তাড়াতাড়ি চক্ষু চিকিৎসা, ক্যাম্প,
শীত বস্তু বিতরণ, মেধা বৃত্তি, সহ আর কিছু কায্ক্রম শুরু করবো ইনশাআল্লাহ,। সংগনটি সঠিক সুন্দর ও গোছালো ভাবে চালানোর জন্য একটি ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।, সংগঠনে প্রায় ৩০০ জন সাধারণ সদস্য আছে,। সদস্যরা সবাই মতলব উত্তর উপজেলার এস এস সি ৯৩ ব্যাচের ছাত্র,। বন্ধুরা অনেকেই ২৮/ ২৯ বছর পরে একত্রিত হয় সংগঠনের মাধ্যমে
যোগাযোগ করতে পেরে খুবই খুশি,। সাইদুল হক সিকদার মুকুল আরও বলেন আমরা পুরনো বন্ধুদের খুজে খজে বের করে যোগাযোগ রাখছি, এতে তারাও খুশি। আগামী ১৬ ই সেপ্টেম্বর সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বাষিকী জাকজমক পূর্ণ ভাবে পালনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।