মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা,৫ বোতল হুইস্কি সহ আটক ৩ এর খবর পাওয়া গেছে।
ডিবি পুলিশ সুত্রে জানায়, গত ১১ সেপ্টেম্বর দুপুর ১২ টা সময় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশে কর্মরত এসআই(নিরস্ত্র) কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয়ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
হাজীগঞ্জ থানাধীন ০৪নং পৌর ওয়ার্ড মকিমাবাদ মডেল কলেজ সংলগ্ন জনৈক কাঞ্চন এর খালি প্লটের উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ(৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত সাজেদা বেগম, সাং-মকিমাবাদ, ০৪নং পৌর ওয়ার্ড, আটিয়া বাড়ী, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
অন্যদিকে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় এসআই(নিরস্ত্র)/ওয়ালী উল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে মতলব উত্তর থানাধীন নিশ্চিতপুর বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল (৩৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-ফুলমতি বেগম, সাং-নিশ্চিতপুর (প্রধান বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে তার দোকান হইতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
অপরদিকে গত ১০ সেপ্টেম্বর রাত ৮ টা ৩০ মিনিটের সময় এসআই(নিরস্ত্র)/শামীমা আক্তার ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে শাহরাস্তি থানাধীন নিজ মেহার সাকিনের মেহার শ্রী শ্রী কালি মন্দিরের উত্তর গেইট সংলগ্ন ঐশি সংঙ্খ ভান্ডার নামক দোকানের ভিতর থেকে মাদক ব্যবসায়ী রনজিৎ দাস(৪২), পিতা-জিতেন্দ্র দাস, সাং-উপলতা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে ০৫ বোতল হুইস্কিসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় এজাহার দায়ের করা হয়েছে।