ঢাকাSunday , 11 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিয়ে বিশ্বের বুকে ইতিহাস রচনা করেছেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণ মন্ত্রী

JendralMaya
September 11, 2022 7:05 am
Link Copied!

কেএম রফিক যশোর:

চারপাশে সবুজের সমারোহ। এক মনোরম পরিবেশ। যেদিকে চোখ যায় সেদিকেই প্রকৃতির সৌন্দর্য। সেই সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডা. এমএ রশিদ। তার ঐকান্তিক প্রচেষ্টায় অবহেলিত বয়স্ক মানুষ ও শিশুদের বসবাসের জন্য চালু করা হয়েছে ‘আমাদের বাড়ি’। এটি অবস্থিত যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামে। জাঁকজমক পরিবেশে শনিবার আমাদের বাড়ি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি পায়রা উড়িয়ে ও আমাদের বাড়ি’র ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও যশোর- ৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা দুখি মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মানুষের ভাগ্যের পরির্তন হয়েছে। দেশের নানা উন্নয়ন হয়েছে। আজকের যে অগ্রগতিটা হয়েছে সেটা ধরে রেখে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি পুরোপুরি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পূনর্বাসন করে বিশ্বের বুকে ইতিহাস রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একক গৃহনির্মাণের মাধ্যমে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। একজন মানুষও যাতে গৃহহীন না থাকে তা নিয়ে বঙ্গবন্ধুর কন্যার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছেন। যেনো মানুষের কোন প্রকার ভোগান্তি না থাকে। অথচ বিএনপি জামায়াত দেশের সুনাম নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, বিএনপি-জামায়াত পরপর পাঁচবার বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হিসেবে প্রমাণিত করে গেছে। যে কারণে এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দেখে তারা সহ্য করতে পারছেন না। ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের সৈনিক হিসেবে নিজেদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীতি আদর্শ নিয়ে চললে পরে সৎপথে চললে পরে যে কোন বাধা অতিক্রম করা যায় তার বাস্তব প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন আমরা এখন পরনির্ভরশীল না। আওয়ামী লীগ সরকার উন্নয়ন প্রকল্প স্ব-অর্থে করতে পারে।
আমাদের বাড়ি’র প্রতিষ্ঠাতা জিএমএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডা. এমএ রশিদ জানান, বয়সকালে মানুষ অনেক অবহেলিত হয়। সন্তানেরা তাদের অতীত ভুলে গিয়ে তাদের বোঝা মনে করেন। অনেকে বৃদ্ধ বাবামাকে বাড়িতে রেখে বিদেশ পাড়ি জমান। তাদের দেখভাল করার মতো কেউ থাকেনা। এছাড়া বর্তমান সমাজে শিশুরা অবহেলিত হচ্ছে। অবহেলিত বয়স্ক মানুষ ও শিশুদের বসবাস নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে আমাদের বাড়ি। সেখানে এক ছাতার নিচে তারা মিলেমিশে বসবাস করতে পারবেন। এতে তারা আনন্দে সময় অতিবাহিত করতে পারবেন। আমাদের বাড়ি কম্পাউন্ডের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কেউ ইচ্ছা প্রকাশ করলে লেখাপড়া করার ব্যবস্থা করা হবে। এছাড়া কৃষি কাজ, মাছ চাষসহ নানা সুবিধা রয়েছে। শারীরিক অসুস্থতায় চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা আছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নিজস্ব অ্যাম্বুলেন্সে রোগীকে বহনের ব্যবস্থা রয়েছে। সকলের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আমাদের বাড়িতে যারা বসবাস করবেন তারা নিজেদের বাড়ি মনে করে থাকবেন। তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ডা. আবু সালেহ মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লূর রহমান চৌধুরী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক অসিম কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জিএমএসএস ফাউন্ডেশনের যৌথ উদ্যাগে প্রায় দুই একর জমির ওপর ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে “আমাদের বাড়ি”।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।