কেএম রফিক যশোর :
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তিনদিনের ব্যবধানে আবারো ৩০ টি স্বর্ণের বার উদ্ধারসহ এক যুবক আটক হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বর্ণের চালানটি ভারতে পাচারকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানসহ আশিকুর রহমান আশিক (৩২) নামে এক যুবককে আটক করে।
আটককৃত আশিক যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে খুলনা হতে একটি বিশেষ দল ভারত সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৪০ আর পিলার হতে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান নামে এক যুবককে আটক করে। পরে, তার শরীরে তল্লাশী চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩০ পিস স্বর্ণেরবার উদ্ধার করে। যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২ মাসে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী, গোগা, কায়বা ও বাগআঁচড়া এলাকা হতে ৮ বারে ১০ জন আসামী আটকসহ ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণের চালান উদ্ধার হয়েছে।