মোঃ জাবেদ হোসেনঃ কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ হাজার ২০০ পিচ ইয়াবাসহ আটক ১ এর খবর পাওয়া গেছে।
চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ,এর সার্বিক নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, মোঃ ইব্রাহিম খলিল কচুয়া থানার নেতৃত্বে ।
গত ১২ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটের সময় এস.আই মোঃ শহীদুল হাসান, এএসআই অসীম কুমার রায় এবং সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রী ছাউনীর সামনে রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন বোগদাদ বাস তল্লাশি করে মোঃ আলী(৩৫), পিতা-মৃত সিরাজুল হক, মাতা-সানজিদা বেগম, সাং-বাটঘর মাইজপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্রগ্রাম এর নিকট হইতে ৫,২০০ (পাঁচ হাজার দুই শত) পিচ ইয়াবা সহ তাকে আটক করেন।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।