ঢাকাTuesday , 13 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলবের নায়েরগাঁও বাজারে নৈশপ্রহরীদের হত পা বেধে ৫ দোকানে দুধর্ষ ডাকাতি

JendralMaya
September 13, 2022 3:01 pm
Link Copied!

সমির ভট্টাচার্য্য 

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে গতকাল সোমবার গভীর রাতে ৫টি দোকানে ডাকাতি সংঘটিত হয়। এর মধ্যে ৪টি স্বর্নের দোকান ও মোবাইলের দোকান রয়েছে । এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামিমোবাইল সেটসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। এ ঘটনায় একটি ডাকাতির মামলার প্রস্তুুতি চলছে ।

থানা সূত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাত দুইটায় ১৫ – ২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল নদীপথে টলারযোগে নায়েরগাঁও বাজারে প্রবেশ করেন। ডাকাতেরা বাজারটির ৯ জনের মধ্যে ৮ জন নৈশপ্রহরী ও ২ জম দোকানদারকে একত্রিত করে বাজারের একটি দোকানে হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে স্কচটেপ সেঁটে দেন। এরপর তারা বাজারটির রিংকু দাস, নিত্য গোপাল দাস, প্রদীপ চন্দ্র দাস ও কেশব চন্দ্র দাসের স্বর্ণের দোকান এবং পাশের নুর উদ্দিনের মোবাইল ফোনের দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা রিংকু দাসের দোকান থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা, নিত্য গোপাল দাসের দোকান থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা, প্রদীপ চন্দ্র দাসের দোকান থেকে ৪ ভরি রূপা ও কিছু স্বর্ণালঙ্কার, কেশব চন্দ্র দাসের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার এবং নুর উদ্দিনের দোকান থেকে ২০টি দামি স্মাটফোনের সেট লুট করেন। পরে টলারযোগে চলে যান তারা।

বাজারের নৈশপ্রহরী আলিউল্লাহ জানান প্রথমে ডাকাত দলের দুইজন এসে সিগারেটের আগুন চাইলে আমি তাদের কাছে জানতে চাই আপনারা কোথো থেকে এসেছেন বলা মাত্র তাদের সাথে ৫-৭ জন এসে আমার মুখ বেধে একটি দোকানে নিয়ে যায় ঐ দোকানে এক এক করে আলমগীর ছাড়া সবাইকে আটক করে রাখে।

সোমবার ভোর রাতে খবর পেয়ে ওই দোকানিরা ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে জানালে আজ মঙ্গলবার সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মাইনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব) মো. ইয়াছির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ বাজার বনিক সমিতির সভাপতি মাছুদ পাটোয়ারী ও কমিটির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানিদের খোঁজখবর নেন।

এ বিষয়ে নায়েরগাঁও বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেন ভোর রাত জানতে পারি ডাকাতির কথা। এসে জানতে পারি একজন ছাড়া বাকী নাইটর্গাডদে বেধে ডাকাতি করেছে । তারা প্রশ্ন তুলেন সবাইকে বাধা হলে একজন কেন বাকী রইলো তিনি তাহলে কোথায় ছিলেন । এর আগেও একই কায়দায় বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে ।

এ বিষয়ে নায়েরগাঁও বাজারের বনিক সমিতির সভাপতি মাছুদ পাটোয়ারী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি । এর আগেও একই কায়দায় ডাকাতি হয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এটি একটি রহস্যজনক ডাকাতি। পুরো ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।