ঢাকাWednesday , 14 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

জয় দূরে থাক, পরাজয় এড়ানোর চেষ্টা করছে রাশিয়া’

JendralMaya
September 14, 2022 1:01 pm
Link Copied!

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে বেশ কিছু অঞ্চল মুক্ত করেছে ইউক্রেন। যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক ‘রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ফর ডিফেন্স এন্ড সিকিউরিটি স্ট্যাডিজ’ এর সহযোগী ফেলো স্যামুয়েল রমনি বলেছেন, ইউক্রেনের জন্য এটা ‘খুবই গুরুত্বপূর্ণ মুহুর্ত’।

আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এই গবেষক বলেন, যুদ্ধে ইউক্রেন অবশ্যই গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। তারা রুশদের অবাক করে দিয়েছে।

ব্রিটিশ এই গবেষকের মতে, মস্কোর সামরিক বিশ্লেষকরা কয়েক সপ্তাহ ধরেই সতর্ক করছিল যে- রুশ সেনাদের জন্য খারকিভ দুর্বল জায়গা হতে যাচ্ছে, ইউক্রেন সেখানে তীব্র হামলা চালাতে পারে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সমর বিশ্লেষকদের কথা শোনেনি উল্লেখ করে ব্রিটিশ গবেষক বলেন, এখন রাশিয়ার লক্ষ্য পাল্টা আক্রমণ প্রতিহত করা। জয় তুলে নেওয়া দূরের কথা, তারা এখন পরাজয় এড়াবার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহের বেশি সময় যাবত রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা।দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এখন পর্যন্ত সেনারা ৮ হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন।

 

রাশিয়া তাদের সেনাদের পিছু হটা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রকাশ করেনি। শুধু বলেছে, যে লক্ষ্যে ইউক্রেনে অভিযান শুরু করা হয়েছিল, মস্কো সেটা অর্জন করবে। সূত্র: আল জাজিরা

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।