বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন ছোটপর্দার তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইন। বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা জিয়াউল আলম।
নির্মাতা জানান, জাহিদ মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। তার ভ্রমণসঙ্গী ছিলেন নাঈম ফুয়াদ নামে আরেকজন সিনেমাটোগ্রাফার। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া এলাকায় পৌঁছালে সৌদি পরিবহনের দ্রুতগতির একটি বাস জাহিদকে পিষে দিয়ে চলে যায়।
এ ঘটনায় চিত্রগ্রাহক জাহিদের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার ভ্রমণসঙ্গী আরেক সিনেমাটোগ্রাফার নাঈম ফুয়াদ সুস্থ আছেন। কারণ, তিনি আরেকটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
জাহিদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেক তারকা। অভিনেত্রী মুনিরা মিঠু ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’
অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘কিছুদিন আগেই তো দেখা হয়েছিল। দেখা হলে কী সুন্দর একটা মুচকি হাসি দিতেন আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
নির্মাতা গৌতম কৌরী লিখেছেন, ‘বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির সম্ভাবণাময় তরুণ সিনেমাটোগ্রাফার প্রতিভাবান, হাস্যোজ্জ্বল সবার প্রিয় মুখ মানুষটার। এই চিল্লাফাল্লার বাজারে জাহিদ খুব মৃদুভাষী, লাজুক, হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। এটা মানা যাচ্ছে না।’
নির্মাতা রাফাত মজুমদার রিংকু নিহত চিত্রগ্রাহকের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জাহিদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত তাড়াতাড়ি তোর চলে যেতে হলো!’
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুণী এই চিত্রগ্রাহকের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, অভিনেতা আফরান নিশোসহ ছোটপর্দার অনেক শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলী।
‘ভালোবাসার কারাগার, পেয়িং ঘোস্ট, লিলুয়া, দ্য লাস্ট হোপসহ বেশ কিছু নাটকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন জাহিদ হোসাইন। পাশাপাশি তিনি ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। প্রায়ই দলবেঁধে মোটরসাইকেল নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াতেন। বেশকিছু বাইকার গ্রুপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।