আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খান। তিনি গত ১২ সেপ্টেম্বর চাঁদপুর জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে নির্বাচন অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, বশির উদ্দিন খান ও ঢাকা ৬ নং ওয়ার্ড কমিশনার দেলোয়ার হোসেন ও ফতেহপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর দেওয়ান । তিনি সকলের কাছে সমর্থন ও দোয়া চেয়েছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।