আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর) সদস্য পদে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপস্থিত হয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্যাহ হাসান, মতলব উত্তর উপজেলা আ’লীগের সদস্য রাধেশ্যাম সাহা বাবু চান্দু, মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, বিআই ডব্লিউটিএ সিভিএ সদরঘাট শাখার সম্পাদক কাজী মোঃ মানিক, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বিল্লাল মৃধা, ফজলুল হক সরকার, মোহনপুর পর্যটনের জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ জাকির, উপজেলা যুবলীগের সদস্য কাজী আনোয়ার, কাজী গোলাম মর্তুজা, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, কলাকান্দা ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ লিটন ভূঁইয়া, যুবলীগের আহ্বায়ক মনির ছৈয়ালসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কাজী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমি আল্লাহর উপর ও জনগণের উপর ভরসা করে জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর থেকে সদস্য পদে নির্বাচন করব। আমি আশা করি আপনাদের দয়া ও ভোটে জয়ী হবো। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দিক ও নির্দেশনায় মত কাজ করে যাবো । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে এবং গণমানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করব। আমি সকলের কাছে দোয়া চাই।কাজী মিজানুর রহমান বলেন, আমার ছোট ভাই কাজী হাবিবুর রহমান সদস্য প্রার্থী হয়েছে,তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা আওয়ামী পরিবারের সন্তান তাই আওয়ামীপরিবারের সন্তান কে এবার নির্বাচনে ভোট দিবেন আর একটা দাবী সবাই আমার ভাইয়ের জন্য দোয়ার করবেন যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করতে পারে।