মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে ব্যাগভর্তি ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী আটক এর খবর পাওয়া গেছে । চাঁদপুর নৌ থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুজ্জামান নিদ্যেশে কর্মরত এসআই মজিবুর রহমান ও এএসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স এ দুই মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।
গত ১৪ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০ টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ইমরান হোসেন এবং নুরন্নবী। যারা ফেনীর ছাগলনাইয়া হতে গাঁজাগুলো নিয়ে সড়কপথে চাঁদপুর লঞ্চঘাটে আসে। এরপর লঞ্চযোগে পটুয়াখালী যাওয়ার উদ্দ্যেশ্যে ঘাটে লঞ্চের অপেক্ষাকালে নৌ থানা পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
এসব তথ্য জানিয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পক্রিয়াধীন।