ঢাকাThursday , 15 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

দর্শকদের হলে ‘বীরত্ব’ দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

Link Copied!

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশব্যাপী ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুন ইমন।তার বিপরীতে দেখা যাবে নবাগত নিশাত নাওয়ার সালওয়াকে।

বৃহস্পতিবার বীরত্বের টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমায় দর্শক প্রিয় নায়ক শাকিব খান।সেই সঙ্গে দর্শকদের হলে গিয়ে এই সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান লিখেন, ‘দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা বীরত্ব। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি। সামনে নানান ধরনের গল্পে আরো ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।’

সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নিপুণ আক্তার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রনব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, রিমু, জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।