যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামি আব্দুল জব্বার (৪০) আরেক ফাঁসির আসামি পলাশের হামলায় জখম হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে ২ নম্বর সেলে এ হামলার ঘটনা ঘটে। আহত জব্বার মেহেরপুরের গাংনী উপজেলার হারভাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
আব্দুল জব্বার জানান, তিনি দুই নম্বর সেলে থাকেন। আর ৫ নম্বর সেলে থাকেন আরেক ফাঁসির আসামি খুলনার পলাশ। দীর্ঘদিন বন্দি থাকার সুবাদে তারা একে অপরকে চেনেন। সকালের দিকে সেলের তালা খোলা থাকে। পলাশ প্রায় তার সেলে এসে বিভিন্ন সমস্যা করতেন। এজন্য তাকে সেলে আসতে নিষেধ করায় দুইজনের মধ্যে কোন্দল সৃষ্টি হয়।
আব্দুল জব্বার জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পলাশ তার সেলে ঢুকে ধারালো কিছু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তার চিৎকারে অন্য বন্দিরা কারারক্ষীদের খবর দেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত আব্দুল জব্বারের মাথায় জখমের চিহ্ন রয়েছে। আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।
কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, তুচ্ছ ঘটনার জেরে ফাঁসির আসামি পলাশ হামলা চালিয়ে ফাঁসির আরেক আসামি আব্দুল জব্বারকে জখম করেছে। বিষয়টি জানার পরই তিনি ঘটনাস্থলে যান। আব্দুল জব্বারের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ, মেহেরপুরের গাংনী উপজেলার হারভাঙ্গা গ্রামের সেকেন্দার আলী হত্যা মামলায় আব্দুল জব্বারকে ফাঁসির রায় দেন আদালত। পরে ২০১৭ সালের আগস্ট মাসে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।