ঢাকাThursday , 15 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ চাঁদপুরে বাড়ছে চোখ উঠা রোগী

Link Copied!

চাঁদপুরে হঠাৎ চোখ উঠা রোগীর সংখ্যা বাড়ছে। রোগটি ছোঁয়াচে বলে সতর্কতার বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের বিএনএসবি মাঝাহারুল চক্ষু হাসপাতালে গিয়ে দেখা যায়, নানা বয়সী চোখ উঠা রোগী ড্রপের জন্য ভিড় করছেন।

 

আনোয়ার হোসেন নামের এক রিকশাচালক বলেন, ‘দুই দিন আগে আমার চোখ উঠে৷ এখন চোখের যন্ত্রণার চেয়ে পেটের যন্ত্রণাই বেশি মনে হচ্ছে। তাই চোখ উঠা নিয়েই রিকশা নিয়ে বের হয়েছি।’

চাঁদপুর শহরের ফার্মেসী ব্যবসায়ী সোহান তালুকদার বলেন, ‘কয়েক দিন ধরে চোখের ড্রপ কিনতে আসা রোগীর সংখ্যা বেড়েছে। রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া চোখের ড্রপ ব্যবহার করা থেকে বিরত থাকতে বললেও অনেকেই তা মানছেন না৷’

শহরের রেইনবো হাসপাতালের চিকিৎসক রাশেদুর রহমান তালুকদার বলেন, ‘চোখ উঠা ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহারে সচেতন হতে হবে। তবে আক্রান্তরা উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নিলে কয়েক দিনের মধ্যেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।