সাংহাই কোঅপারেশস অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। উজবেকিস্তানের সমরখন্দ শহরের এই আলোচনায় ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন দুই নেতা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্টে বলা হয়েছে, এই আলোচনায় মোদী পুতিনকে বলেছেন, ‘আমি জানি এটা যুদ্ধের সময় নয়। ’
মোদির এই কথার জবাবে রুশ প্রেসিডেন্টও জানিয়েছেন, তিনি ইউক্রেন সংঘাত যতদ্রুত সম্ভব সমাপ্ত করতে চান।পুতিন বলেছেন, ‘আমি ইউক্রেন সংঘাত সম্পর্কে আপনাদের অবস্থান জানি, জানি আপনারা উদ্বিগ্ন। যতদ্রুত সম্ভব এই সংঘাত বন্ধে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। ’
যদিও ইউক্রেন অভিযান ইস্যুতে এখনও ভারত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি। বরং রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে ভারত এবং ডলারের পরিবর্তে নয়া দিল্লি ও মস্কো নিজস্ব মুদ্রায় (রুপি-রুবল) লেনদেন করার বিষয়েও একমত হয়েছে।