ক্ষতিকর রঙ ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির করায় অনন্যা ঘোষ ডেয়ারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া একটি এলপিজি গ্যাসের দোকান ও বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহাকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
ভোক্তার অভিযানিক দল দুপুরে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায় অভিযান চালায়। এ সময় মিষ্টি তৈরিতে খাবার অনুপোযাগী রঙের ব্যবহার ও চিনির শিরার মধ্যে মরা মাছি ও পোকা পাওয়ায় যায়। এ অপরাধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া পালবাড়ি মোড়ের গ্যাস বিপনীতে অভিযান চালিয়ে বেশি দামে গ্যাস বিক্রির সত্যতা পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া ঘোপ নওয়াপাড়া রোডের নিলয় বেকারির কারাখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি কারায় মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।