১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত দলের জেলা কমিটির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল এবং স্বতন্ত্র প্রার্থী মারুফ হাসান কাজল এবং ১৪ সংরক্ষিত ও ৪০ সাধারণ সদস্য পদে মোট ৫৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসকের সভা কক্ষ অমিত্রাক্ষরে মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান।
বৃহস্পতিবার শেষ দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনসহ শীর্ষনেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল। সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, হুমায়ুন কবীর কবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, কৃষি ও সমবায় সম্পাদক অ্যাড. আবু সেলিম রানা, মহিলা সম্পাদিকা অ্যাড. সেতারা খাতুন, ফিরোজ খান, সুখেন মজুমদার, উপপ্রচার-প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ নেতৃবৃন্দ। এর আগে নেতাকর্মীদের সাথে শহর প্রদক্ষিণ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান কাজলও কয়েকজন সমর্থককে সাথে করে জমাদেন মনোনয়নপত্র।
নির্বাচনে ১ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন তারা হলেন মোছা. রেহেনা খাতুন, মিসেস হাজেরা পারভীন, রাখী ব্যানার্জী, লায়লা খাতুন, মোছা. নাছিমা সুলতানা, সান ই শাকিলা আফরোজ, মরিয়াম বেগম ও বিলকীস সুলতানা সাথী। ২ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন হলেন তাসরিন সুলতানা, রুখসানা ইয়াসমিন পান্না ও নাদিরা বেগম এবং ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন তারা হলেন মোছা. সাহানা আক্তার, নাসিম আরা চৌধুরী ও মোছা. শায়লা জেসমিন।
১ নম্বর আসনে সাধারণ সদস্য পদে ২ জন তারা হলেন মো. শহিদুল আলম ও মো. সালেহ্ আহমেদ, ২ নম্বর সাধারণ আসনে সদস্য পদে ৫ জন তারা হলেন মো. ইমামুল হাবিব, মোহাম্মদ রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, মো. আনারুল ইসলাম ও মো. সুরত আপলী, ৩ নম্বর সাধারণ আসনে সদস্য পদে ৪ জন তারা হলেন মো. তৌহিদুর রহমান, মো. কামরুজ্জামান, মো. আসাদুল ইসলাম ও মো.আহসান হাবীব, ৪ নম্বর সাধারণ আসনে সদস্য পদে ৬ জন তারা হলেন প্রদীপ দে, মো. আব্দুর রঊফ মোল্যা, জিএম মনিরুজ্জহামান, শেখ মাহবুবুর রহমান, ফারাজী আশিকুল ইসলাম বাঁধন ও এমএম আব্দুল মতলেব, ৫ নম্বর সাধারণ আসনে সদস্য পদে ৫ জন তারা হলেন জয়নাল আবেদীন, মো. সাইফুজ্জামান চৌধুরী, মো. ইউনুস আলী, এনায়েত হোসেন ও মো. রাকিব হাসান, ৬ নম্বর সাধারণ আসনে সদস্য পদে ৭ জন তারা হলেন মো. জবেদ আলী, শেখ ইমামুল কবীর, মো. অহেদুজ্জামান, সুলতান মাহমুদ বিপুল, মো. সোহেল রানা, মো. রাকিবুল আলম রাকিব ও শেখ আব্দুল মতেলেব, ৭ নম্বর সাধারণ আসনে সদস্য পদে ২ জন তারা হলেন গৌতম চক্রবর্তী ও মো. শহিদুল ইসলাম এবং ৮ নম্বর মসাধারণ আসনে সদস্য পদে ৯ জন তারা হলেন জাকির হোসেন, মো. সোহরাব হোসেন, এসএম মহব্বত হোসেন, মো. সাইদুর রহমান, মো. সামুদুজ্জামান, মো. আজিজুল ইসলাম,মো. আলতাফ হোসেন বিশ^াস, নজরুল ইসলাম খান ও মো. আফছার উদ্দীন গাজী।