ঢাকাFriday , 16 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ‘বীরত্ব’ সিনেমার হাউজফুল শো

Link Copied!

আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে ইমন-সালওয়া অভিনীত সিনেমা ‘বীরত্ব’।যেটি পরিচালনা করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। এই সিনেমা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা হলেও নামের সাথে কৃতিত্ব দেখিয়েছেন এই নির্মাতা। রাজধানী সহ সারা দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে ‘বীরত্ব’।রাজধানীতে মুক্তি পাওয়া হলগুলোতে ‘বীরত্ব’ দেখতে দর্শকদের বেশ ভিড় লক্ষ করা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ও চিত্রামহলে হাউজফুল বীরত্বের শো। দর্শকদের সিনেমার প্রতি এমন আগ্রহ পরপর বেশ কিছু ছবিতেই দেখা যাচ্ছে। গত ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমা দিয়েই শুরু হয় দর্শকদের হলে ফেরার এই মহোৎসব। তারপর আর থেমে নেই। পরপর পরাণ,দিন দ্যা ডে, হাওয়া’র মত সিনেমা মুক্তি পাওয়ায় দর্শক যেন আর হল থেকে মুখ ফেরানোর সুযোগই পাচ্ছেন না। সর্বশেষ মুক্তি পেয়েছে লাইভ ও বীরত্ব।বীরত্ব বেশ দাপট দেখাচ্ছে এটা বলা যেতেই পারে।

হল মালিকরা বলছেন, বর্তমানে যে ছবিগুলো আসছে তা দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করছে। যদি এই ধারা চলতে থাকে তাহলে আমরা হল মালিকরাও লাভবান হব। মধ্যে সিনেমার বাজার খুবই মন্দা গিয়েছে। আমরা হল মালিকরা নিরাশ হয়ে গিয়েছিলাম। তবে এখন একটু আশার আলো দেখছি। দর্শক আবার হলে ফিরতে শুরু করেছে এটা দেখে বেশ ভালো লাগছে।এটা চলচ্চিত্রের জন্য ভালো বার্তা বলেই আমরা মনে করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক বলেন, বীরত্ব বেশ ভালোই চলছে। আজ প্রথমদিন দর্শকদের বেশ চাহিদা দেখা গিয়েছে। তবে শুধু আজকের উপরে ভিত্তি করেই কিছু বলা যাবে না। দেখা যাক এক সপ্তাহ কতটা ভালো ফলাফল আসে। তবে আশাবাদী বীরত্ব ভালো চলবে। এখন পর্যন্ত খুব ভালো আপডেট পাচ্ছি।

বীরত্ব সিনেমার ইমন-সালওয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিপুন আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্না, প্রনব ঘোষ, প্রিয়স্তি গোমেজ, রিমু জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া সহ অনেকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

প্রযোজনা প্রতিষ্ঠান পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘বীরত্ব’ সাইদুল ইসলাম রানার পরিচালিত প্রথম সিনেমা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। পরিবেশনা করছে দ্যা অভি কথাচিত্র।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।