ঢাকাSaturday , 17 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

উওর আশিকাটির হাফেজ মোঃ আবু মুসাকে পাগড়ী প্রদান করা হয়

রিজভী চৌধুরীঃ
September 17, 2022 5:28 am
Link Copied!

রিজভী চৌধুরীঃ চাঁদপুর সদর উপজেলার বাবুর হাট এলাকায় , আনোয়ারুল কুরআন ক্যাডেট হাফিজিয়া ও মরিয়ম মহিলা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ও এলাকার যুব সমাজের উদ্যােগে আয়োজিত ২য় বার্ষিক ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয়।

চাঁদপুর সদর উপজেলার উওর আশিকাটি গ্রামের মোঃ আক্কাছ প্রাধানিয়ার ছেলে হাপেফ মোঃ আবু মুসাকে পাগড়ী পরিয়ে দেন মাদরাসার ২য় বার্ষিক ইসলামী বয়ানের প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী[ কুয়াকাটা] মুহ্তামিন,জামিয়া তা’লিমিয়া , ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন বলাখাল সিদলা,ফয়জুল উলুম মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি আহমাূদুল্লাহ , কচুয়ায় নিশ্চিত পুর কামিল মাদ্রাসার মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন , আদর্শনগর ওয়ায়েজ করনী জামে মসজিদ হযরত মাওলানা ইব্রাহিম মাদানী, চাঁদপর দারুল করিম মহিলা মাদ্রাসা মাওলানা আনোয়ার আল নোমান , বাবুরহাট দারুল আবরার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা হাফেজ মাওলানা মোহাম্মদু উল্লাহ ও মতলব দক্ষিণ ভাঙ্গা পাড়ার মাদ্রাসা পীরজাদা মাওলানা আফসার উদ্দিন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ হলেন বাবুরহাট, মোহনা এন্টারপ্রাইজ জনাব মোহাম্মদ জসিম উদ্দিন মাল , চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোরশেদ আলম পাটোয়ারী , বাবুরহাট বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব মেহেদী হাসান মাল , ঢাকা ফার্মেসি জনাব এস এম সালাউদ্দিন কাদের।
সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ফারুক আহমেদ ইমাম ও খতিব, বাবুরহাট বড় মসজিদ, মহাদেশ মহামায়া মাদ্রাসা।

হাফেজ মোহাম্মদ আবু মুসা সহ আরো ১১ জন হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন। তাঁরা চাঁদপুর সদর উপজেলার ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা মাদ্রাসায় কেউ এক থেকে তিন বছর আবার এক তেকে পাঁচ বছর ধরে পড়াশোনা করছে।
আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।