বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছে, এরই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও অধিকার আদায়ের জন্য এ বাংলাদেশ কে মধ্যেম আয়ের দেশে রুপান্তরিত করে উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলার জন্য দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এক সময় এ দেশ হবে সোনার বাংলা। এ দেশ হবে সুখী সমৃদ্ধি ও শক্তি শালী। তিনি আরও বলেন, সামনে আসছে জাতীয় নির্বাচন, ঐ নির্বাচন বানচাল করার জন্য বিএনপি -জামাত এখনই উঠে পরে লেগেছে। তাদের কে এখন থেকেই কঠোর ভাবে জবাব দিতে হবে। তারা বিগত দিনে দেশে আগুন সন্রাস করে ক্ষ্যান্ত হননি। আবার ও তারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া চেষ্টা চালাচ্ছে, এ আশা তাদের সফল হবে না। দেশ কে উন্নয়ন করতে হলে আবার ও আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় বসাতে হবে। সকলে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন। তিনি আরও বলেন, তিনি যুবলীগ ও চেয়ারম্যান, মেম্বারদের উদ্দেশ্য বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। ঐ নির্বাচনে জাতির জনকের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, আওয়ামিলীগ মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য, সে আলোকে চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউসুফ গাজী কে দল থেকে মনোনয়ন দিয়েছে, ইউসুফ গাজীর পক্ষে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন বাবর, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মতলব উত্তর থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী সরকার মোঃ আলাউদ্দিন, ছাত্র লীগ নেতা মতলব দক্ষিণ থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী রিয়াদুল আলম, সংরক্ষিত আসনে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী তাছলিমা আক্তার আখি, মতলব উত্তর থেকে জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামিলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান,উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের আলম স্বপন পাঠান, নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন, একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন ওপেল, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির ও সাধারন সম্পাদক কাজী শরীফ সহ যুবলীগের নেতৃ বৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দ।