রাউজানের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে, গুণীজনকে মর্যাদা দিতে
হবে। নিরোদ বরন বড়ুয়ার স্মরণসভায় এক বক্তব্যে এসব কথা বলেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী । শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক নিরোদ বরন বড়–য়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামে গত
১৬ সেপ্টেম্বর মহাসংঘদান, খাদ্যসমগ্রী বিতরণ এবং স্মরণসভা আয়োজন করা হয়।স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের রেপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ জাতীয় সংসদ সদস্য, রাউজানে উন্নয়নেয রূপকার এবিএম
ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা
নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । স্থানীয় চেয়ারম্যান জসীম উদ্দিন হিরো এ সময়
উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানে উন্নয়ন এবং অগ্রগতি বজায় রাখতে সবাইকে
স¤ত্রীতি বজায় রাখতে হবে এবং গুণীজনকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক নিরোদ বরন বড়–য়ার
সমাজের প্রতি অবদানের প্রশংসা করেন, তাঁর পারলৌকক শান্তি কামনা করেন প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী । অতঃপর প্রধান
অতিথি দরিদ্র মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করেন । নিরোদ বরন বড়–য়ার পরিবারের পক্ষে বক্তব্য দেন বাংলাভিশন টেলিভিশনের
সিনিয়র নিউজরুম এডিটর এবং রিপোর্টার সুচরিতা বড়–য়া।
স্মরণসভা পূর্ববর্তী অষ্ট পরিষ্কারদান ও মহাসংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির, প্রধান আলোচক
ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির।
উল্লেখ্য ১৯৩৩ সালে ৩০ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে নিরোদ বরন বড়–য়া জন্ম গ্রহণ করেন,
২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি স্বাধীনতা পূর্ববর্তী সুজাতা কেমিক্যাল এবং গৌরী কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, তিনি মৃত্যুর
আগ পর্যন্ত গৌরী কেমিক্যালস এন্ড কোং পরিচালনা করেছেন। তিনি তাঁর জীবদ্দশায় মানুষের কর্মসংস্থান, অবহেলিত শিশুদের শিক্ষালাভে
সহায়তা এবং সমাজের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।