(ইউএসএআইডি) এর খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুরে নবযাত্রা প্রকল্পের ফেজআউট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকল ১০টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আমিতাভ হালদার সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ডেপুটি অপরেশন ম্যানেজার পরিণতি কোস্তা, নবযাত্রা প্রকল্পের সোসাল ইনকুলেশন স্পেশালিস্ট মোক্তার হোসেন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,আফসার উদ্দিন, পীযূষ কান্তি রায়, জিএম আব্দুল কাদের, জিএম আব্দুস সালাম,খলিল সরদার,গোলাম রব্বানী, জাহিদ আলম, ফারজানা শওকত। ইউপি সদস্যা পূর্ণিমা রানী, রোজিনা পারভিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অজয় কুমার,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। সভাপতি নব দিগন্ত যুবসংঘ (গোলক্লাব) সাহরিয়ার পারভেজ (টিপু) এমপি সিজি মুকুল শাহ্ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।