:যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই কোটি টাকার ২০টি সোনার বারসহ হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের ওপর থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক হৃদয় হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপনে সোনা পাচারের সংবাদের পেয়ে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। পরে ২১ বর্ডার গার্ডের অধিনায়ক ফোর্স নিয়ে পুটখালী-বালুণ্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই যুবকের হাতে থাকা একটি শপিং ব্যাগসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়। ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দকৃত সোনার বারগুলো সুইজারল্যান্ডের তৈরি লেখা ছিলো।
অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটককৃত সোনা পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছয় মাসের ব্যবধানে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ২০ কেজি ওজনের সোনাসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে। সীমান্তে মাদক, সোনাসহ চোরাচালানে জিরো টলারেন্স দেখাতে বিজিবি কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা।