চাঁদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা সহ আটক ১ এর খবর পাওয়া গেছে।
ডিবি পুলিশ সুত্রে জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২ টা৩০ মিনিটের সময় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নির্দেশে কর্মরত এসআই(নিরস্ত্র)/মাহজাহারুল হক সঙ্গীয়ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
মতলব দক্ষিণ থানাধীন নারায়ন পুর ইউনিয়নের ২নং চিরায়ু সাকিনস্থ নারায়নপুর-বাকিলা সড়কের পূর্ব পার্শ্বে শাহীন ফার্নিচার দোকানের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন হাজী (৪০), পিতা-আব্দুল মতিন হাজী, মাতা-লুৎফা বেগম, সাং-চিরায়ু (হাজী বাড়ি), থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিন থানায় এজাহার দায়ের করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।