১৯প্টেম্বর সোমবার বিকেলে ফরিদগঞ্জ থানাধীন ১৫ নং রূপসা (উঃ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এস,এম কাউছার উল আলম (কামরুল) এর সাক্ষরিত পেডে মোঃ আজিম হোসেন কে সভাপতি ও এস এম সোহেল রানা কে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রূপসা বাজার ব্যাবসায়ীদের সাথে পরামর্শক্রমে লিপিবদ্ধ শর্তাবলি,
১, যুগোপযোগী লিখিত গঠনতন্ত্র তৈরি করা।
২, একটি সঠিক ব্যাবসায়ীদের নামের তালিকা হালনাগাদ করা।
৩, বাজার পাহারাদারদের বেতন বৃদ্ধি করা।
৪, বাজার পরিচ্ছন্ন রাখা ও ফুটপাত দখল মুক্ত করা।
৪, সি এন জি ও অটোরিক্সা শৃঙ্খল বদ্ধ রাখা,
৫, ব্যাবসায়ীদের স্বার্থরক্ষা করা,
৬, পর্যাপ্ত লাইটিং এর ব্যাবস্থা করা।
অন্যান্য কমিটিবৃন্দ গন, সিনিয়র সহ-সভাপতি খাঁন ট্রেডার্স এর মালিক মোঃ আকবর হোসেন খাঁন, সহ-সভাপতি ইসলামিয়া লাইব্রেরীর মালিক মোঃ মাহবুবুর রহমান গাজী,
সহ-সভাপতি রাফি ফ্যাশনের মালিক মোঃ সেলিম (সুমন পাটওয়ারী),
সহ-সাধারন সম্পাদক ছাত্তার ট্রেডার্স এর মালিক মোঃ আব্দুস ছাত্তার, সাংগঠনিক ফরহাদ স্টোর এর মালিক মোঃ ফরহাদ হোসেন মুন্সী, কোষাধ্যক্ষ সুজন বস্ত্রালয় এর মালিক শ্রিবাস দেবনাথ, দপ্তর সম্পাদক ভাই ভাই বস্ত্রালয় এর মালিক মোঃ সরোয়ার গাজী, প্রচার ও প্রকাশনা ঢাকা ডেকোরেটর এর মালিক আবুল বাসার টিটু পাটওয়ারী, সম্মানিত সদস্য মোহাম্মদিয়া ফার্মেসীর মালিক মোঃ শরীফ উল আলম, সম্মানিত সদস্য আয়াত এন্টারপ্রাইজ এর মালিক মোঃ ফরহাদ হোসেন শিপন, সম্মানিত সদস্য আল মদিনা বস্ত্রালয় এর মালিক মোঃ আনিসুর রহমান, সম্মানিত সদস্য শারমিন ইলেক্ট্রিক এর মালিক মোঃ আজাদ মিয়া, সম্মানিত সদস্য আরাফ টেলিকমের মালিক তারিকুল ইসলাম।