গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব বাজারের আজমেরি আবাসিক হোটেল থেকে ১৮ সেপ্টেম্বর দুপুরে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করছে মতলব দক্ষিণ থানা পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, ১৭ সেপ্টেম্বর মোঃ হিমেল (২২) নামে এক প্রবাসী যুবক তার ছোট বোন এসএসসি পরীক্ষার্থী মতলবে পরীক্ষা দেয়,ঐ প্রবাসী তার ছোট বোন এসএসসি পরীক্ষার্থীর কাছে কিছুক্ষন সময় দিয়ে প্রবাসী যুবক আজমিরি আবাসিক হোটেলের একটি রোম বুকিং নেয়। পরদিন ১৮ সেপ্টেম্বর সকাল প্রায় ১২টা, তিনি ঘুম থেকে দেরীতে উঠার কারনে হোটেল বয় অনেক ডাকা ডাকি করলে, তার ডাকে সারা না দেয়ার কারনে হোটেল বয় কতৃপক্ষ কে এ বিষয় টি জানালে, হোটেল কতৃপক্ষ মতলব দক্ষিণ থানা পুলিশ কে খবর দেয়। থানা পুলিশ এসে দেখে দরজা ভিতরে দেয়া,তার পর পুলিশ দরজা ভেঙে রোমে প্রবেশ করে প্রবাসী যুবকের মৃত দেহ উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট তৈরী করে চাঁদপুর মর্গে প্রেরন করে। লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে বলে জানা যায়, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী যুবক বিশ প্রান করেছে। তার শরীর কালো হয়ে যায়। আর ও একটি বিষয় জানা যায়, ছেলে টির বাড়ি মতলব উত্তর উপজেলার নাউরী মোঃ খোকন প্রধানের ছেলে। অনেক বছর বিদেশে ছিল, তিনি বিদেশ থেকে এসে বাড়িতে না গিয়ে মতলব আবাসিক হোটেলের একটি রোম ভাড়া নেয়। এ হোলেই তার মৃত্যু হয়। আসলে রহস্য টা কি? এ রহস্য টা উদঘাটনের চেষ্টা চলছে। মৃত্যুর এ ঘটনার ব্যাপারে মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দিন বলেন পোস্ট মর্টেম রির্পোট আসলেই সব কিছু জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এ লিখা পর্যন্ত আর কিছু জানা যায় নি।