ঢাকাMonday , 19 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরের বেনাপোলে ট্রেনে তল্লাশি নিয়ে বিজিবি-রেল পুলিশ সংঘর্ষ, আহত ৩

Link Copied!

খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন তল্লাশিকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ রেল পুলিশ আহত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছার পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে মমিন হোসেন নামে এক রেল পুলিশের সঙ্গে ছবি তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের তিন সদস্য আহত হন।

আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন, সেতাফুর রহমান, ইনতাজুল হক এবং মমিন।

রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না। রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে। পরবর্তীতে বিজিবির ২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মমিনকে তাদের গাড়িতে করে তুলে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। রেল পুলিশকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি তাদের ওপর হামলা চালায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, সাদা পোশাকের একজন বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিলো। তাকে নিষেধ করলেও কথা শোনেনি। একপর্যায়ে তার আইডি কার্ড দেখাতে পারেননি। এ নিয়ে তুচ্ছ ঘটনা ঘটে।

যশোর পুলিশের সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ঘটনাটি ঘটনার পরে রেলওয়ে পুলিশের খুলনাস্থ পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হয়। এটা একটা ভুল বোঝাবুঝি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।